ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

গলাচিপায় নববর্ষ উদযাপন নিয়ে সংঘর্ষে আহত ৫

গলাচিপায় নববর্ষ উদযাপন নিয়ে সংঘর্ষে আহত ৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৯:২১

পটুয়াখালীর গলাচিপায় ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে দু'পক্ষের ৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার আমখোলা বাজারে।

আহত সোহাগকে (২৮) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গুরুতর আহত সোহেলকে (২৭) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও মোতালেব হোসেনকে (৩৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্র জানায়, ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে শ্রমিক লীগ নেতা মোতালেব হোসেনের নেতৃত্বে আমখোলা বাজারে বনভোজনের আয়োজন করা হয়। বনভোজন উপলক্ষে স্থানীয় দর্জি দোকানি ইউসুফের কাছে মোতালেব ১ হাজার টাকা দাবি করেন।

মঙ্গলবার রাতে কথা কাটাকাটি হলে ইউসুফের বন্ধু সোহেলের সঙ্গে মোতালেবের হাতাহাতি হয়। এ নিয়ে সংর্ঘষ বাধলে ৫ জন আহত হন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন

×