ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সোনার বাংলা চাইলে দুর্নীতি হটাতে হবে: অধ্যাপক আনিসুজ্জামান

সোনার বাংলা চাইলে দুর্নীতি হটাতে হবে: অধ্যাপক আনিসুজ্জামান

সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে অধ্যাপক আনিসুজ্জামান ও অন্যান্যরা- সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৯:৫৯

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সব জায়গা থেকে দুর্নীতি হটাতে হবে। বর্তমানে ছাত্র রাজনীতি যে অবস্থায় রয়েছে, তারও পরিবর্তন করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। বুধবার বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বঙ্গবন্ধু একজন রাজনৈতিক কর্মী থেকে একটি দেশের স্থপতিতে রূপান্তরিত হন। তার মৌলিক গুণগুলোকে মনে রাখতে হবে। তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। আপস করার অনেক সুযোগ থাকলেও তিনি তা করেননি। পাকিস্তানি শাসকরা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছিল; কিন্তু তাতে তিনি বিচলিত হননি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিটি করপোরেশনের মেয়র আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান স্থানীয় চিহ্নিত রাজাকার গোলাম রাব্বানীর ছেলে খালেদ হায়দার কাজলকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে উপস্থিত হন। কাজল বর্তমানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি এবং স্থানীয় প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ। মেয়র বলেন, রাজাকারপুত্রকে নিয়ে অনুষ্ঠান করবেন, সঙ্গে রাখবেন, প্রতিষ্ঠিত করবেন আর আমাদের যখন-তখন মিথ্যা অপবাদে অপদস্থ করবেন, তা হবে না।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায় প্রমুখ।

এদিকে, আইভির অভিযোগ প্রসঙ্গে খালেদ হায়দার কাজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়রের মতো একটি দায়িত্বশীল পদে থেকে তার এভাবে ঢালাও অভিযোগ তোলা ঠিক নয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে এ বিষয়ে তার দায়িত্বশীল বক্তব্য দেওয়া উচিত। তিরি আরও বলেন, তার বাবা রাজাকার নয়।

আরও পড়ুন

×