ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নাসিরনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

নাসিরনগরে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ১০:১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাত ১২টার দিকে বাড়ি থেকে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ।

এ ঘটনায় জড়িত অভিযোগে আমির উদ্দিন (২৪) নামে একজন আটক করেছে পুলিশ। আমির গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কামাল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আমির দীর্ঘদিন ধরে উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলেন্দপুর গ্রামে একটি পুকুরের মাছ পাহারা দিচ্ছে। সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ভুক্তভোগী কিশোরী। সে সময় ওত পেতে থাকা আমির কিশোরীকে অপহরণ করে পুকুর পাড়ের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে গ্রাম পুলিশ মনছুর আলীর সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার নাসিরনগর থানায় মামলা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা হচ্ছে এবং আমিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×