একই স্থানে বিএনপি-যুবলীগের সমাবেশ: কক্সবাজারে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৪:১১ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৪:১১
কক্সবাজার শহরে একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান জানান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে শহরের শহীদ স্মরণী সড়কে সোমবার বিকালে সমাবেশ ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি। বিএনপি যে জায়গায় কর্মসূচি ডেকেছে সেখান থেকে ৩০ গজ দূরে শহীদ মিনারে সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় উৎসব উদযাপনের কর্মসূচি দেয় যুবলীগ। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা এল।
আবু সুফিয়ান বলেন, কক্সবাজার শহরে মাত্র ৩০ থেকে ৫০ গজ দূরুত্বে একই সময়ে দুইটি রাজনৈতিক সংগঠনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দেওয়ায় অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।