ইঞ্জিনের গতি বাড়ালে তলা ফেটে ট্রলারডুবি, ৩ জনের মৃত্যু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৫:৪৬ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৫:৪৬
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে জুলেখা (৫৫), তামান্না (৭) ও আয়েশা(১১) নামের তিন জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরও এক শিশু এবং আহত হয়েছেন আট জন।
সোমবার দুপুর ২টার দিকে কাটালিয়া নদীতে এই ঘটনা ঘটে। নিহতদের বাড়ি তিতাস উপজেলার রায়পুর গ্রামে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার হাসনাবাদ থেকে ১৪ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার তিতাস উপজেলার দড়িগাঁও যাওয়ার পথে মেঘনা উপজেলার পুরান বাটেরা এলাকায় কাঠালিয়া নদীতে কচুরিপানা ও মাছের ঘেরের মধ্যে আটকা পড়ে। এসময় মাঝি ইঞ্জিনের গতি বাড়ালে তলা ফুটো হয়ে পানি ওঠে ট্রলারটি ডুবে যায়। পরে এলাকাবাসী ট্রলারে থাকা লোজকনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, নদীতে অতিরিক্ত কচুরিপানা ও ঘেরের জালের কারণে ট্রলারটি আটকা পড়ে। এসময় মাঝি ইঞ্জিনের গতি বাড়ালে তলদেশ ছিদ্র হয়ে পানি ওঠে ট্রলারটি তলিয়ে যায়। এসময় স্থানীয়রা ট্রলারে থাকা লোকজনকে উদ্ধার করে। এদের মধ্যে তিন জনকে দাউদকান্দির এলহাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এখনও একজন নিখোঁজ রয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, কাঠালিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় আরও আট জন আহত হয়েছেন।
- বিষয় :
- ট্রলারডুবি
- কুমিল্লা
- বাঞ্ছারামপুর
- নিখোঁজ
- মৃত্যু
- চট্টগ্রাম
- মেঘনা