খুলনায় মাটির নিচ থেকে গ্যাস উঠছে

মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার স্থান পরিদর্শন করছেন ফায়ার সার্ভিস কর্মীরা - সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৭:০১ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ১১:০৮
খুলনার লবণচরা থানার কাজীপাড়া এলাকায় মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। এলাকাবাসী সেখানে আগুন জ্বালিয়ে পানি গরম করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, লবণচরা থানার মাথাভাঙ্গার কাজীপাড়া এলাকায় নলকূপ স্থাপন করেন জাহাঙ্গীর রাজ নামের এক বাসিন্দা। ওই নলকূপের পাশ থেকে শব্দ হচ্ছিলো। এ সময় উৎসুক একজন ম্যাচ জ্বালালে সেখানে আগুন জ্বলে ওঠে। গত ১০ থেকে ১২ দিন ধরে এ অবস্থা চলছে। গ্যাসের আগুন দেখতে প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।
বাড়ির মালিক জাহাঙ্গীর রাজ বলেন, ‘নলকূপের পাইপের পাশের একটি ছিদ্র দিয়ে মাটির নিচ থেকে গ্যাস উঠছে। ম্যাচ জ্বালালে সেখানে আগুন জ্বলছে। মাটি চাপা দিলে আবার আগুন নিভে যাচ্ছে। বিষয়টি দেখতে ফায়ার সার্ভিসের দল এসেছিল।’
ফায়ার সার্ভিস নগরীর টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম সমকালকে বলেন, ‘মাটি থেকে গ্যাস ওঠার খবর পেয়ে সোমবার দুপুরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে মাটির নিচ থেকে গ্যাস উঠছে। মাটির নিচের দিকে গ্যাসের চাপ সামান্য বেশি মনে হচ্ছে। মাটি চাপা দিলে আবার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, ‘নলকূপ স্থাপনের জন্য কাঁচা গোবর ব্যবহার করা হয়। এজন্য প্রথমে আমরা বায়োগ্যাস বলে ধারণা করি। কিন্তু ওই গ্যাস থেকে অন্যরকম গন্ধ আসছে। গ্যাসের কি নাম তা জানি না। খনিজ বিষয়ে অভিজ্ঞরা এসে পরীক্ষা করে বিস্তারিত জানাতে পারবেন।’
- বিষয় :
- খুলনা
- গ্যাস
- ফায়ার সার্ভিস
- মাটির নিচ থেকে গ্যাস