ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

শেরপুরে কবর খুঁড়ে ১১ কঙ্কাল চুরি

শেরপুরে কবর খুঁড়ে ১১ কঙ্কাল চুরি

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৭:২৩ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৭:২৩

শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী সার্বজনীন কবরস্থান থেকে ১১ ব্যক্তির কবর খুঁড়ে কঙ্কাল তুলে নিয়ে গেছে চোরের দল। 

রোববার গভীর রাতে কোনো এক সময় এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি মুনছুর আহম্মেদ সমকালকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। পুলিশ চোরের দলকে ধরতে তৎপরতা চালাচ্ছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, একটি সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রৌহা ইউনিয়নের হালগড়া উচ্চ বিদ্যালয়ের পাশেই কবরস্থানটি অবস্থিত। এটি ফটিয়ামারী গ্রামের সবচেয়ে বড় কবরস্থান।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, সোমবার সকাল ১১টার দিকে তারা দেখতে পান কবরস্থানে বেশ কয়েকটি কবর ফাঁকা। খবরটি জানাজানি হলে লোকজন সেখানে ভিড় করে। পরে দেখা যায়, ১১টি কবর থেকে চোরের দল কঙ্কাল তুলে নিয়ে গেছে। পরে ঘটনাটি সদর থানাকে অবহিত করা হয়। 









আরও পড়ুন

×