ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

যুবদল নেতা আনোয়ার হত্যায় ৭ জনের যাবজ্জীবন

যুবদল নেতা আনোয়ার হত্যায় ৭ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৭:৫৮ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৭:৫৮

লক্ষ্মীপুরে যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

আনোয়ার হোসেন দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের প্রয়াত আবদুল বাতেনের ছেলে। তিনি দত্তপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তার ভাই ইউপি চেয়ারম্যান শামীমও সন্ত্রাসীদের হাতে খুন হন।

জেলা জজ আদালতের পিপি জসিম উদ্দিন জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দত্তপাড়া ইউপির সাবেক সদস্য আজিজ ও তার ছেলে সবুজ, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম, মানিক, ইসমাইল হোসেন এবং আবুল কাশেম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইসমাইল ও আবুল কাশেম আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম (প্রয়াত) ও তার ভাই আনোয়ার হোসেন ২০১১ সালের ৪ জুন দত্তপাড়া বাজারে শামীমের নির্বাচনী অফিসে অবস্থান করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতরা নির্বাচনী অফিসে হামলা চালান। আনোয়ারকে গুলি করা করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তার বড় ভাই আশেক-ই এলাহী ওরফে বাবুল বাদী হয়ে সদর থানায় ২৫ জনের নামে হত্যা মামলা করেন। মামলাটি সিআইডি তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানির পর আদালত সাতজনকে যাবজ্জীবন ও ১১ জনকে খালাস দেন।

আরও পড়ুন

×