ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

১৮ বছর পর ঘরে ফিরলেন অজিফা

১৮ বছর পর ঘরে ফিরলেন অজিফা

১৮ বছর পর ঘরে ফিরে আসায় স্থানীয়রা দেখতে ভিড় জমান - সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৮:০৬ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৮:০৬

স্বজনরা ভেবেছিলেন আর হয়তো কখনোই দেখা হবে না তার মুখ। তবে সবাইকে অবাক করে দিয়ে গত রোববার দীর্ঘ ১৮ বছর পর ফিরে এলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলি গ্রামের অজিফা বেগম। স্ত্রীকে ফিরে পেয়ে আনন্দের বন্যা বইছে স্থানীয় কৃষক শমসের ফকিরের ঘরে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শমসের ফকিরের সঙ্গে বিয়ের পর তাদের সংসারে আসে চার মেয়ে ও তিন ছেলে। এরপর অজিফা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। কাউকে চিনতে পারতেন না। এ অবস্থাতেই প্রায় ১৮ বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হন অজিফা। তাকে খুঁজে পেতে চেষ্টার অন্ত রাখেনি পরিবার; কিন্তু কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে হাল ছেড়ে দেন সবাই। রোববার সন্ধ্যায় বেরুলি বাজারে হঠাৎই অজিফা বেগমকে দেখে চিনতে পারেন স্থানীয় সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী। তিনি অজিফাকে প্রথমে তার বাবার বাড়ি ও পরে স্বামীর বাড়ি নিয়ে যান। তাকে এক নজর দেখেই চিনতে পারেন স্বামী শমসের। অজিফা বেগমকে কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে অজিফা বেগমের ফিরে আসার খবর। তাকে এক নজর দেখার জন্য রাতেই ভিড় জমায় মানুষ।

আইয়ুব আলী বলেন, ‌'বাজারে চা খাওয়ার সময় হঠাৎ করে অজিফার মতো একজনকে হেঁটে যেতে দেখে তার পেছনে ছোটেন তিনি। সামনে গিয়ে নিশ্চিত হন এ অজিফাই। তখনই তাকে তার বাবার বাড়ি নিয়ে যান। অজিফা যে অবস্থায় নিখোঁজ হয়েছিলেন, এখনও মানসিকভাবে সেই অবস্থাতেই আছেন।'

অজিফার স্বামী শমসের ফকির বলেন, স্ত্রী নিখোঁজ হওয়ার পর সাত ছেলেমেয়ের দেখাশোনা করার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার প্রথম স্ত্রী ফিরে এসেছে। এটা খুবই আনন্দের। দুই স্ত্রী নিয়েই এখন সংসার করবেন। অজিফাকে চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবেন তারা।

অজিফার বড় ছেলে আব্বাস আলী জানান, ‌'সাত ভাইবোনকে রেখে মা হারিয়ে যান। তাদের ধারণা ছিল, মা আর কখনোই ফিরবেন না। মা ফিরে আসায় তিনি খুবই আনন্দিত।'

আরও পড়ুন

×