ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কর্ণফুলীর দখলদারদের উচ্ছেদে আলটিমেটাম

কর্ণফুলীর দখলদারদের উচ্ছেদে আলটিমেটাম

নদী ও খাল রক্ষায় সংবাদ সম্মেলন করছেন সংগঠনটির নেতারা - সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৮:৫১ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৮:৫১

কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের ১৫ দিনের মধ্যে উচ্ছেদের সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। দাবি পূরণ না হলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে তারা।

সোমবার দুপুরে কর্ণফুলী নদীতে নৌকার ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নদীর কয়েকটি অংশে অর্ধেকের বেশি ভরাট হয়ে গেছে জানিয়ে আনু মাঝির ঘাট থেকে হালদা নদীর মোহনা পর্যন্ত রক্ষা করার দাবিও জানান নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি চৌধুরী ফরিদ বলেন, কর্ণফুলী শাহ আমানত সেতুর নিচে 'মাস্টারপ্ল্যান ফর চিটাগং পোর্ট' শীর্ষক জরিপে নদীর প্রবহমান ধারা ছিল ৮৮৬ দশমিক ১৬ মিটার। সেখানে মাছ বাজার গড়ে ওঠায় নদীর বর্তমান প্রবহমান ধারা মাত্র ৪১০ মিটার। শাহ আমানত সেতুর উত্তর পাশে নদীর মাঝ পিলার পর্যন্ত ভরাট হয়ে গেছে। সেতুর নিচে অর্ধেকের বেশি নদী ভরাট হয়ে যাওয়ায় সেতুর তিন পিলার অংশে প্রচণ্ড স্রোত হয়। যে কারণে সেতুর দক্ষিণ পাশে ধসে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গাফিলতির কারণে কর্ণফুলী নদী ভরাট ও দখল হয়ে যাচ্ছে। গত অক্টোবরে জেলা প্রশাসক এক মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি। তাই সরকারি সংস্থাই যে হাইকোর্টের আদেশ লঙ্ঘন করছে, বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

আরও পড়ুন

×