ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

খেলায় হেরে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ

খেলায় হেরে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৯:৫৭ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ১০:০১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলায় হেরে গিয়ে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার সাওঘাটের পল্লী বিদ্যুৎ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়। রোববার সাওঘাট দক্ষিণ পাড়ার সঙ্গে উত্তর পাড়ার সেমিফাইনালের ট্রাইব্রেকারে উত্তর পাড়া পরাজিত হয়। ওই হার তারা মেনে নিতে পারেনি। এ নিয়ে খেলার মাঠে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে উত্তর পাড়ার নওশা, টিটু, হিরা, মীর হীরা, অলি, ওপেলসহ অজ্ঞাত আরও ৮/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ পাড়ার পারভেজ, রবিউল, আশিক ও রিয়াদকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পারভেজ মোল্লা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×