ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ২২:৪৮ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ২২:৪৮

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী জড়িত বলে অভিযোগ নবজাতকের পরিবারের।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা জানান, চুরির ঘটনা জানার পরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা পরিদর্শন করে তদন্ত করেছে।

জানা যায়, এ দিন সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার জায়েদা বেগম। পরে সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সেখানে তার ছোট বোন হাজেরা বেগমও ছিলেন। দুপুরে হাসপাতালে থাকা এক বোরখা পরিহিত নারীর সঙ্গে তাদের পরিচয় হয়। দুপুরে খাবার খাওয়ার আগে নবজাতককে দেখে রাখার কথা বলে শিশুটির মা ও খালাকে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে পাঠান ওই অপরিচিত নারী। তারা ফিরে এসে ওই নারী ও নবজাতককে আর খুঁজে পাননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা।

কোতোয়ালি থানার এসআই শামীম জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

×