দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ২২:৪৮ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ২২:৪৮
দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারী জড়িত বলে অভিযোগ নবজাতকের পরিবারের।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পারভেজ সোহেল রানা জানান, চুরির ঘটনা জানার পরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা পরিদর্শন করে তদন্ত করেছে।
কোতোয়ালি থানার এসআই শামীম জানান, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।