ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২ | ০৪:২৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ | ০৪:২৯


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলংগা ইউনিয়নের নাইমুড়ি রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়ে গেছে।  

মঙ্গলবার বিকেলে এক মৃতের দাফন করাতে গিয়ে বিষয়টি জানাজানি হয়। গ্রামবাসীদের ধারণা, চুরি যাওয়া কঙ্কালগুলো  দুই থেকে আড়াই বছরের মধ্যে মারা যাওয়া ব্যক্তিদের।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে নাইমুড়ি গ্রামের মৃত এক ব্যক্তিকে কবরস্থানে দাফন করতে গেলে বেশ কয়েকটি কবর খোড়া অবস্থায় দেখতে পান লোকজন। ওই খোড়া কবরগুলোতে কোনো কঙ্কাল পাওয়া যায়নি। পরে দাফন করতে আসা লোকজন মোট ১৬টি কবর খোড়া অবস্থায় পাওয়া দেখতে পান যেখানে কোনো কঙ্কাল ছিল না। তাদের ধারণা, সংঘবদ্ধ চোরের দল রাতের অন্ধকারে এসব কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে নাইমুড়ি রুয়াপাড়া সম্মিলিত কবরস্থান কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার জানান, কঙ্কাল চুরি খুবই দুঃখজনক। পরবর্তীতে এই কবরস্থানে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য রাতে পাহারার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে সলংগা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নাইমুড়ি রুয়াপাড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির খবর জেনেছেন। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন

×