ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পরিত্যক্ত খামারে ১৩ ফুট অজগর

পরিত্যক্ত খামারে ১৩ ফুট অজগর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:২৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:২৬

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের পরিত্যক্ত খামার থেকে প্রায় ১৩ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বন বিভাগ চট্টগ্রাম রেঞ্জের সহযোগিতায় 'স্নেক রেসকিউ টিম বাংলাদেশ' নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের কর্মীরা সাপটি উদ্ধার করেন। পরে সাপটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বসুন্ধরা গ্রুপের পরিত্যক্ত একটি খামার পরিস্কার করার সময় গত বৃহস্পতিবার বিকেলে শ্রমিকরা বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। পরে তারা সাপটি ঝোপ থেকে বের করে আনেন। স্থানীয় বাসিন্দা মো. বেলাল সাপটি নিজের হেফাজতে রাখেন। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসন ও পার্শ্ববর্তী পটিয়া বন বিভাগ রেঞ্জে জানালে শুক্রবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা গিয়ে সাপটি উদ্ধার করেন। রাতেই স্থানীয় একটি জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়।
স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সংগঠক জুলকার নাঈন সমকালকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বন বিভাগের কাছ থেকে খবর পেয়ে অজগরটি উদ্ধার করি। এটি প্রায় ১৩ ফুট লম্বা এবং ওজন ২০ কেজির কাছাকাছি। শুক্রবার রাতেই সাপটি একটি জঙ্গলে অবমুক্ত করি।

আরও পড়ুন

×