ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালের শেবাচিম হাসপাতালের ড্রেনে মিলল নবজাতকের মরদেহ

বরিশালের শেবাচিম হাসপাতালের ড্রেনে মিলল নবজাতকের মরদেহ

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০১ মার্চ ২০২২ | ০৪:৩৯ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ০৫:৫৯

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিমে) হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, ধারনা করা হচ্ছে, সোমবার গভীর রাতে কে বা কারা নবজাতকের মৃতদেহটি ফেলে রেখে গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান।

কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মৃতদেহটি উদ্ধার করেছেন। নবজাতকের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×