ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

হাদিসুরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি পরিবারের

হাদিসুরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি পরিবারের

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০১:৩১ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০১:৩১

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহক প্রকৌশলী হাদিসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার।

শনিবার সকালে বেতাগীর স্থানীয় সাংবাদিকরা হাদিসুরের বাড়িতে গেলে তারা সাংবাদিকদের এ কথা জানান। 

হাদিসুরের মা রাশিদা বেগম বলেন, ‘অলিভিয়া বন্দরে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রাশিয়ার ছোড়া রকেটে আমার ছেলে মারা গেছে। সে দেশের জন্য মারা গেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। আমার ছেলেকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি করছি।’

রাশিদা বেগমের চার সন্তানের মধ্যে হাদিসুর ছিলেন মেজো। 

তিনি বলেন, ‘ওকে পড়াশুনা করাতে জমিজমা সব বন্ধক রেখেছি। আমার এই ছেলের আয়ে সংসারের ভরণপোষণ, বাকি দুই ছেলের পড়াশোনা ও নানা রোগব্যাধিতে আক্রান্ত আমার নিজের চিকিৎসা চলত।’

তিনি আরও বলেন, ‘এখনও দুই ছেলে লেখাপড়া করছে। অকালে হাদীস চলে যাওয়ায় ওদের পড়াশোনা, সংসার চালানো ও আমরা স্বামী-স্ত্রী দুজনের চিকিৎসা সবই আজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে রুশ দূতাবাসে কথা বলে রাশিয়া সরকারের কাছে ক্ষতিপূরণ চাইব।’

নিহত হাদিসুর রহমানের ভাই গোলাম মাওলানা প্রিন্স বলেন, ‘ভাই হাদীসুর অসময়ে আমাদের ছেড়ে যাওয়ায় এখন আমরা দিশেহারা। এমনকি বর্তমানে আমাদের ঘরটি খুবই জরাজীর্ণ। এবার বাড়ি ফেরার পর আমাদের ঘর তোলার কথা ছিল।’

হাদিসুরের চাচা উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘হঠাৎ প্রকৌশলী হাদিুসুর মারা যাওয়ায় পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই নীতিগতভাবে রাশিয়া সরকারের উচিত এই পরিবারটির পাশে দাঁড়ানো।’ 

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘নিহত হাদিসের পরিবারের ইচ্ছের কথা আমি সরকারের উচ্চপর্যায়ে আলোচনা ও পৌঁছানোর চেষ্টা করব।’

বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, আওয়ামী লীগ ও সরকার ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে রয়েছে। 





আরও পড়ুন

×