পেকুয়ায় প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার অফিস ও চকরিয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০১:৪২ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০২:৫৪
কক্সবাজারের পেকুয়ার শীলখালীতে রিজার্ভের জায়গা দখলের বিরোধ নিয়ে অলি আহমদ (৪৫) নামের প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শনিবার (৫ মার্চ) সকাল ৮টায় উপজেলার শীলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অলি আহমদ ওই এলাকার শেখ আহমদের পুত্র।
নিহত অলি আহমদের বড় ভাই শাহাবুদ্দিন জানায়, ঘটনার দিন সকালে অলি আহমদ পাহাড়ে বাঁশ কাটতে যায়। বাঁশ কাটার সময় একই ইউনিয়নের উত্তরজুম এলাকার বাদশা মিয়ার পুত্র আব্দুল মজিদ, আব্দুল গণি, আব্দুল আজিজ প্রকাশ আবু, আবদুস সালামের স্ত্রী ফাতেমা বেগম, আবদুল মজিদের স্ত্রী মনতাজসহ আরো ৫/৬ জন লোক এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমার ভাই ১০ মার্চ বিদেশ চলে যেতো। কিন্তু ঘাতকরা তা সহ্য করতে না পেরে হত্যা করেছে। তার দুই পুত্রসন্তান রয়েছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করব এবং হত্যাকারীদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের ফাঁসি দাবি করছি।
এদিকে খবর পেয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
- বিষয় :
- হত্যা