কক্সবাজারে বেড়াতে এসে হারিয়ে যাওয়া ২ শিশু উদ্ধার

কক্সবাজার অফিস
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৩:০০ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:০০
জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর কক্সবাজারে দুই পর্যটক শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার বিকেলে সৈকতে বেড়াতে গিয়ে তারা হারিয়ে যায় বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ।
উদ্ধার হওয়া শিশুরা হলো কুমিল্লার বরুড়া থানার বাউকশাহ এলাকার ফয়সাল মিয়ার ছেলে সামী ইসলাম নিহাদ (১০) ও সাইফুল ইসলামের ছেলে আরমান হোসেন সাইদুর (১০)।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে সাইফুল নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ওই দুই শিশু আত্মীয় পরিজনদের সঙ্গে বেড়াতে এসে দুপুর আড়াইটার দিকে কাউকে কিছু না বলে সুগন্ধা গেস্ট হাউজ থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।
পরে সন্ধ্যায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সামী ইসলাম নিহাদকে সুগন্ধা বিচ এলাকা এবং আরমান হোসেন সাইদুরকে কবিতা চত্বর এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর তাদেরকে নিজ নিজ বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।