ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইস্যু খুঁজে না পেয়ে নানা ষড়যন্ত্র করছে বিএনপি: হানিফ

ইস্যু খুঁজে না পেয়ে নানা ষড়যন্ত্র করছে বিএনপি: হানিফ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৩:০১ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:০১

‘গণবিচ্ছিন্ন’ হয়ে দিশেহারা বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে নানা ‘ষড়যন্ত্রে লিপ্ত’ রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। 

তিনি বলেন, ‘বিএনপি সকালে এক কথা এবং বিকেলে আরেক কথা বলে। জনগণকে বিভ্রান্ত করতে গিয়ে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।’   

শনিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দ্য আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব-উল-আলম হানিফ। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী , নাসিরনগর আসনের সংসদ সদস্য এবিএম ফরহাদ হোসেন সংগ্রাম, নবীনগর আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও সংরক্ষিত মহিলা সাংসদ উম্মে ফাতেমা নাজমা শিউলি আজাদ। বিশেষ বর্ধিত সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ।

মাহবুব-উল-হানিফ চৌধুরী বলেন, ‘তারা কোনো ইস্যু খোঁজে পাচ্ছে না। বিএনপি একসময় সাজাপ্রাপ্ত  বেগম খালেদা জিয়াকে অসুস্থতার অজুহাতে বিদেশে পাঠানোর দাবি তুলে বলেছিল যে তাকে বিদেশে না পাঠালে বাঁচাবে না। কিন্তু তিনি দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়ে প্রমাণ করেছেন বিএনপি যে মিথ্যাচার করে।’

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপি দাবি করেছিল, আইন করে নির্বাচন কমিশন গঠন করতে। সরকার আইন করে নির্বাচন কমিশন গঠন করায় তাদের হাতে এখন আর কোনো ইস্যু নাই। নির্বাচন কমিশন গঠনের খসড়া আইনে বিএনপির পক্ষ থেকে ৭২টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল যা থেকে ২২টি গ্রহণ করেছে সরকার।’

এসময় হানিফ স্মরণ করিয়ে দেন, ২০২১ সালের ২৬ মার্চের কথা। সেদিন হেফাজতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে তাণ্ডব চালালে বিএনপি নেতাকর্মীরা তাদের সহায়তা করেছেন বলে মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন

×