বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা-ভাংচুর, আহত ৫

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে
শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৩:১৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৩:১৪
দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে পৌর এলাকার কবিরপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় পাঁচ জন আহত হয় বলে জানা যায়।
উপজেলা ও পৌর বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এই হামলা-ভাংচুরের ঘটনা ঘটায়। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীর কোন্দলেই এ হামলার ঘটনা বলে দাবি উপজেলা যুবলীগের।
শৈলকুপা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম রেজা ঠান্ডু জানান, সকালে কবিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশ শুরু হওয়ার আগ মূহুর্তে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী সমর্থকরা তাদের সভাস্থলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটায়। হামলায় শতাধিক চেয়ার ও মঞ্চে ভাংচুর চালায় তারা। এ সময় তিনিসহ পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এমদাদুল হক আকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিনুর রহমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল সহ পাঁচজন আহত হন।
বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার অভিযোগ নিয়ে উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ হামলার ঘটনা। আওয়ামী লীগ ও যুবলীগের কোন কর্মী এর সাথে জড়িত নয়। তারা চান শৈলকুপায় যেন কোন নৈরাজ্য না হয়।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কবিরপুরে বিএনপির একটি বিক্ষোভ সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাংচুর ও বিএনপির সভা পণ্ড হয় বলেও তিনি জানান।