হিলিতে পেঁয়াজের দামে অস্থিরতা, কেজিতে বেড়েছে ১০-১২ টাকা

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ট্রাকে আসছে পেঁয়াজ- সমকাল
হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৫:২৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৫:২৪
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত দুইদিনের ব্যবধানে মানভেদে পাইকারিতে কেজি প্রতি ১০-১২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে এসব পেঁয়াজ। আর খুচরা বাজারে বেড়েছে ১৪-১৫ টাকা। হঠাৎ করে পেঁয়াজের দামের অস্থিরতায় বিপাকে পড়েছেন ভোক্তারা।
এদিকে স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় ভারত থেকে পেঁয়াজ কম আমদানি হচ্ছে। একারণে দাম বেড়েছে। তবে স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে আশা ব্যবসায়ীদের।
শনিবার দুপুরে হিলি স্থলবন্দরের মোকাম ঘুরে দেখা গেছে, ভারতের নাসিক জাতের পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৪৪-৪৬ টাকা দরে। যা গত দুই দিন আগেও বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকা কেজি দরে। আর ইন্দোর জাতের পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হলেও এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলমগীর হোসেন, কবির মাহমুদ, লায়লা বানু বলেন, ‘প্রায় সব রান্নাতেই পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় মসলা। দুইদিন আগেও খুচরা বাজারে ইন্ডিয়ার পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫-৩৬ টাকার মধ্যে। এখন কিনতে এসে শুনছি কেজিতে ১০-১২ টাকা বেড়ে বেচা-কেনা হচ্ছে। প্রতিদিন যদি এভাবে দাম বাড়ে তাহলে আমরা ক্রেতারা স্বল্প আয়ের বাজেট দিয়ে কীভাবে চাহিদা মেটাবো। অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মতো সব পণ্যের দাম বাড়াচ্ছে।’
বাজারের পেঁয়াজের খুচরা বিক্রেতা মঈনুল শেখ ও ফেরদৌস হোসেন বলেন, ‘আমরা খুচরা ব্যবসায়ীরা গত বুধবার ও বৃহস্পতিবার আমদানি করা পেঁয়াজ ৩৮-৪০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজ সেই মানের পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করছি। আবার দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকার কাছে। বাজারে সরবরাহ কম থাকার কারণে দাম বাড়ছে। দাম বাড়া বা কমার পেছনে আমাদের কারও কোনো কারসাজি নেই।’
এদিকে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, গত বৃহস্পতিবার ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৮-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। এই তুলনায় কিছুটা কম বলা যায়।
বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কিছুটা কমে গেছে। এছাড়া ভারতে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। একারণে দাম বেড়েছে। তবে আমদানি বাড়লে দাম কমে আসবে।