বাজারে হঠাৎ উধাও পটাশ সার

পটাশ সার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৬:০৮ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৬:০৮
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে পটাশ সার। দোকানগুলোতে সামান্য যেটুকু পাওয়া যাচ্ছে তা বিক্রি হচ্ছে চড়া দামে।
জেলায় ৫৮ জন সার ডিলার থাকলেও সারের সংকট সবখানেই। এমনটাই জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বস্তাপ্রতি বাজার মূল্য ৭৫০ টাকা হলেও বর্তমানে সেই সার বিক্রি হচ্ছে এক হাজার ২৫০ টাকায়।
কৃষকরা জানান, বাজারে সার পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আম বাগান পরিচর্যার জন্য সার প্রয়োজন হবে। দ্রুত সারের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়তে হবে বাগান মালিকদের।
সদর উপজেলার কৃষক গোলাম মোস্তফা জানান, বাজারে গিয়ে বহু দোকান ঘুরেও পটাশ সার পাননি। শেষ পর্যন্ত একটি দোকানে পেলেও বস্তাপ্রতি ৫০০ টাকা বেশি দিয়ে সার কিনতে হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলার সার ডিলার জাহাঙ্গীর আলম জানান, গুদামে পটাশের মজুত নেই। চলতি সপ্তাহে বরাদ্দ পাওয়া সার হাতে এলে ন্যায্য দামে বিক্রি করবেন। তবে বাজারে পটাশ সার বেশি দামে বিক্রি হচ্ছে কিনা, সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
পৌর এলাকার একজন খুচরা সার বিক্রেতা জানান, গোপনে ডিলারদের কাছ থেকে বেশি দামে সার কিনে এনে তা বিক্রিও করা হচ্ছে বাড়তি দামে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। চলতি মৌসুমে জেলার ৫৮ জন সার ডিলারকে সাড়ে চার টন করে পটাশ সার বরাদ্দ দেওয়া হয়েছে। সংকটের প্রশ্নই আসে না।
- বিষয় :
- পটাশ সার
- চড়া দাম
- রাজশাহী
- চাঁপাইনবাবগঞ্জ
- শিবগঞ্জ