ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

যশোর বিএনপিতে ভোট উৎসব

যশোর বিএনপিতে ভোট উৎসব

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৯:৩৫

বাইরে মানুষের দীর্ঘ সারি। ভেতরে গোপন বুথের অদূরে চেয়ার-টেবিলে ব্যালট পেপার আর ভোটার তালিকা নিয়ে বসে আছেন নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তরা। এনআইডি আর কাউন্সিলর কার্ড প্রদর্শন করে সাধারণ নির্বাচনের কায়দায় ভোট দিচ্ছেন নারী-পুরুষ সবাই। ব্যালটে প্রার্থীর নামের পাশে রয়েছে ছবিও।

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে শনিবার দলের জেলা কার্যালয়ে এভাবেই ভোট উৎসবে মেতেছিলেন নেতাকর্মীরা। সাধারণ নির্বাচনের মতই রয়েছে নির্বাচন কমিশন। ভোটার আইডি কার্ড ও কাউন্সিলর কার্ড দেখিয়ে গোপন বুথে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে হয়েছে কাউন্সিলরদের। ভোটদানের পর ভোটারদের আঙ্গুলে লাগানো হয় অমোছনীয় কালি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রায় ১৪ বছর যাবত দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে আসছেন তারা। তারই ধারাবাহিকতায় নিজের দলের ভেতরও গণতান্ত্রিক চর্চা ধরে রাখতেই আজ গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে।

বিএনপির দেয়াড়া ইউনিয়নের ৩নং হালসা ওয়ার্ডের নেতা মুক্তিযোদ্ধা হযরত আলী বলেন, ‘গত ১৩ বছরে সাধারণ নির্বাচনে ভোট দিতে পারিনি। আজ মনে হচ্ছে ভোট দেওয়ার সেই স্বাদ পাচ্ছি।’

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির নেতা দেলোয়ার হোসেন খোকন জানান, দেয়াড়া ইউনিয়নের মাধ্যমে কমিটি গঠন শুরু হয়েছে। রমজানের আগেই ১৫টি ইউনিয়নেই গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠন কার্যক্রম শেষ করবেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর ভোট প্রদানের মাধ্যমে আগামী দুই বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। এখন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ হচ্ছে।

এ দিন নির্বাচন চলাকালীন সময়ে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যপক উৎসাহ উদ্দীপনা।

এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা জানান, একই প্রক্রিয়ায় গঠন করা হবে যুবদলের কমিটিও।

আরও পড়ুন

×