ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সমকাল

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৯:৪৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৯:৪৪

দুটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে বাতিল ও সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। ফলে দু'দেশের বন্দর এলাকায় পচনশীল পণ্যসহ শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। দাবি পূরণে আগামীকাল রোববার সকাল থেকে লাগাতার কর্মবিরতি শুরু হবে।

এর আগে বুধবার ভারত থেকে আমদানি করা ডেনিম ফেব্রিক্সের ট্রাকে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পণ্য জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনার সঙ্গে ভারতীয় চালকের সরাসরি সম্পৃক্ততা থাকলেও তাকে ছেড়ে দেওয়া হয়।

ডেনিম ফেব্রিক্সের আমদানিকারক ঢাকার অনন্ত ডেনিম টেকনোলজি লিমিটেড ও ফ্যাশান ফোরাম লিমিটেড। এ ঘটনায় বেনাপোলের শিমুল ট্রেডিং এজেন্সি ও আইডিএস গ্রুপ নামে দুটি সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পাশাপাশি আইডিএস গ্রুপ সিঅ্যান্ডএফের কর্মচারী শামসুল হকের নামে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা করেছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত না করে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল ও কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি এবং বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, অপরাধীদের শনাক্ত না করে সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যের নামে মিথ্যা মামলা করেছে কাস্টমস।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ভারতের এক শ্রেণির চালক দীর্ঘদিন ধরে বৈধ পণ্যের আড়ালে অবৈধ পণ্য আনছে। ভারতে ট্রাকচালক আটক হলেও বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ ভারতীয় কোনো ট্রাকচালককে আটক না করে ছেড়ে দেয়। এখানে আমদানিকারক ও সংশ্নিষ্ট সিঅ্যান্ডএফকে দায়ী করা হয়। অথচ তারা এ বিষয়ে কিছুই জানেন না।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া বলেন, আমদানি-রপ্তানিসহ কার্যক্রম চালু রাখতে সংশ্নিষ্ট বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করা হবে।

আরও পড়ুন

×