ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

কবি নজরুল বিশ্ববিদ্যালয় নিরাপত্তা চেয়ে ১৫ সাংবাদিকের জিডি

কবি নজরুল বিশ্ববিদ্যালয় নিরাপত্তা চেয়ে ১৫ সাংবাদিকের জিডি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:০৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:০৪

নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ১৫ জন সাংবাদিক। শনিবার সন্ধ্যায় তারা ত্রিশাল থানায় জিডিটি করেন। পাশাপাশি তারা নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছেন।

জানা যায়, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ওয়ালিদ নিহাদ নামে এক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু হলের একটি কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আন্দোলনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। টানা চার দিন বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মোমবাতি প্রজ্বালন ও অনশন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিকরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীরা প্রতিবেদন পাঠালে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা হুমকির মুখে পড়েন।

জিডি করা ১৫ সাংবাদিক হলেন- দেশ রূপান্তর প্রতিনিধি নিহার সরকার অংকুর, আমার সংবাদের হাবিবউল্লাহ বেলালি, যায়যায়দিনের বায়েজিদ হাসান, খোলা কাগজের তিতলি দাস, একুশে টিভি অনলাইনের আশিক আরেফিন, সময়ের আলোর আশিকুর রহমান, বাংলাভিশন অনলাইনের জিসাদুজ্জামান জিসান, বাংলা ট্রিবিউনের মো. ওয়াহিদুল ইসলাম, দৈনিক অধিকারের সরকার আব্দুল্লাহ তুহিন, ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান ও নওশাদ, বিশ্ববিদ্যালয় প্র্রেস ক্লাবের সদস্য সিফাত শাহরিয়ার প্রিয়ান, নওয়াব শওকত জাহান কিবরিয়া, শর্মিষ্ঠা ভট্টাচার্য ও ফজলুল হক পাভেল।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

×