কবি নজরুল বিশ্ববিদ্যালয় নিরাপত্তা চেয়ে ১৫ সাংবাদিকের জিডি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:০৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:০৪
নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের ১৫ জন সাংবাদিক। শনিবার সন্ধ্যায় তারা ত্রিশাল থানায় জিডিটি করেন। পাশাপাশি তারা নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছেন।
জিডি করা ১৫ সাংবাদিক হলেন- দেশ রূপান্তর প্রতিনিধি নিহার সরকার অংকুর, আমার সংবাদের হাবিবউল্লাহ বেলালি, যায়যায়দিনের বায়েজিদ হাসান, খোলা কাগজের তিতলি দাস, একুশে টিভি অনলাইনের আশিক আরেফিন, সময়ের আলোর আশিকুর রহমান, বাংলাভিশন অনলাইনের জিসাদুজ্জামান জিসান, বাংলা ট্রিবিউনের মো. ওয়াহিদুল ইসলাম, দৈনিক অধিকারের সরকার আব্দুল্লাহ তুহিন, ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান ও নওশাদ, বিশ্ববিদ্যালয় প্র্রেস ক্লাবের সদস্য সিফাত শাহরিয়ার প্রিয়ান, নওয়াব শওকত জাহান কিবরিয়া, শর্মিষ্ঠা ভট্টাচার্য ও ফজলুল হক পাভেল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, আমরা একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।