ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মহসিন কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর

মহসিন কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ছাত্রলীগের ভাঙচুর

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:১২ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:১২

চট্টগ্রামে হাজী মুহম্মদ মহসিন কলেজের অধ্যক্ষের কার্যালয়ের করিডোরে ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটান কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান জানান, গতকাল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কর্মসূচি নিয়ে আলোচনা করছিলেন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতারা। ওই সময় সংগঠনটির কিছু নেতাকর্মী অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেন। ভেতরে বহিরাগত আছে দাবি করে তারা করিডোরে থাকা বালুভর্তি টব ভাঙচুর করেন। তবে এ বিষয়ে এখনও কলেজ কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তর্কোন্দলের জের ধরে মহসিন কলেজ ছাত্রলীগে বিভক্তি রয়েছে। অধ্যক্ষের কক্ষে সংগঠনটির একাংশের নেতাদের বৈঠক করতে দেখে আরেক অংশের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা অধ্যক্ষের কার্যালয়ের করিডোরে থাকা টবগুলো ভেঙে ফেলেন।

গণমাধ্যমের কাছে অবশ্য ছাত্রলীগের ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক কামরুল ইসলাম। তিনি বলেন, 'আমাদের কলেজে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলছে। আমার কার্যালয়ে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটা তাদের (ছাত্রলীগের) নিজেদের মধ্যে ঘটেছে।'

আরও পড়ুন

×