বান্দরবানে জেএসএস কর্মীকে অপহরণের পর হত্যা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:১৬ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:১৬
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে সন্তু লারমা সমর্থিত জেএসএসের এক কর্মীকে অস্ত্রের মুখে অপহরণ করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণের পর কিছুদূর নিয়ে গুলি করে হত্যা করে এবং তার লাশ নিয়ে যায়। শনিবার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
তারাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উচিমং মার্মা জানান, কোন গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। পাড়ায় এখন কোনো পুরুষ নেই। ঘটনার পর পাড়ার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, জেএসএস কর্মীকে অপহরণের ঘটনা তারা শুনেছেন, তবে তাকে হত্যা করা হয়েছে এমন খবর তাদের কাছে নেই।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নে প্রকাশ্যে ছেলের সামনে গুলি করে হত্যা করা হয় আরেক জেএসএস কর্মীকে।