ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মেয়ে ঘরে ঢুকে দেখলেন বাবা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন

মেয়ে ঘরে ঢুকে দেখলেন বাবা রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন

গোলাম আজম

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১২:৪৩ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১২:৪৪

পঞ্চগড়ে নিজ বাড়ি থেকে গোলাম আজম নামে এক পাথর ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাত ১০টার দিকে জেলা শহরের পুরাতন পঞ্চগড় এলাকাস্থ বাড়ির শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ব্যবসায়ী গোলাম আজম পঞ্চগড় সদর উপজেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদকও ছিলেন। এ ছাড়া তিনি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যায় কে বা কারা জড়িত তা তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ উদ্ধারসহ তদন্ত পরিচালনায় পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

স্থানীয়রা জানায়, গোলাম আজমেরবাড়িতে দুই সন্তানসহ তার স্ত্রী ছিলেন। সন্ধ্যার পর তার মেয়ে ঘরে ঢুকলে বাবাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন বাড়িতে ঢুকে পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) এসএম শফিকুল ইসলাম বলেন, মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিবিআইসহ পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। আপাতত বাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×