উখিয়ায় ২৯ হাজার পিস ইয়াবাসহ গাড়িচালক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ২৩:৩৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ২৩:৩৪
ইয়াবার চালান পাচারের সময় কক্সবাজারের উখিয়ার পালংখালী শফিউল্লাহকাটায় ২৯ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. আমির হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে ৮-এপিবিএন পুলিশ সদস্যরা।
আটক যুবক টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, মাদক চক্রের সদস্যরা টেকনাফ থেকে একটি নোহাগাড়িতে ইয়াবার চালান পাচারের খবর পান তারা।
শনিবার রাতে তাদের একটি টিম উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের চেকপোস্টে কক্সবাজারগামী সন্দেহজনক একটি নোহা গাড়িতে তল্লাশি চালায়। এতে গাড়িতে থাকা একটি কালো ব্যাগে কৌশলে লুকিয়ে রাখা নীল রংয়ের ১৪৫টি প্লাষ্টিক প্যাকেটে ২৯ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় গাড়ি চালক আমির হোসেনকে আটক করা হয়।
কামরান হোসেন জানান, ইয়াবা বহনের অভিযোগে গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক মামলা দিয়ে ইয়াবাসহ আটক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।