ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

ছবি-বিবিসি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ১৯:০৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ | ১৯:০৪

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ এ নিয়ে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন তিনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন সিদ্ধান্তের কথা জানান। খবর-বিবিসি

সাংবাদিকদের লক্ষ্য করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের শিশুদের ক্ষতি করছে, যা আমি বরাবরই বলে আসছি। তিনি মনে করেন, শিশুদের এই অবস্থা থেকে রক্ষা করতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের কোনো বিকল্প নেই। এ বছরই সংসদে এ বিষয়ে একটি আইন প্রবর্তন করা হবে। আইনপ্রণেতাদের অনুমোদনের ১২ মাসের মধ্যেই আইনটি কার্যকরেরও কথা জানান তিনি। 

অ্যালবানিজ বলেন, উদ্ভূত এই সমস্যা মোকাবিলায় আমাদের হাতে আর কোনো পথ খোলা নেই। এ ক্ষেত্রে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের বিষয়টি পরিবারের ওপর ন্যস্ত করা হবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের ওপর দায়িত্ব ন্যস্ত করা হবে বলে জানানো হয়েছে। আইন কার্যকর হওয়ার পর তা বাস্তবায়নের দায়িত্ব থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর। তারা শিশুদের সোশ্যাল মিডিয়া পরিচালনা রোধে কি পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টি পর্যবেক্ষণে থাকবে।
 

আরও পড়ুন

×