ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

গাজায় নিরাপদ কোনো জায়গা নেই: জাতিসংঘ

গাজায় নিরাপদ কোনো জায়গা নেই: জাতিসংঘ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত ভবন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৪:৪২ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ১০:৪২

জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের বিমান হামলা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গাজায় ফিলিস্তিনের কোনো জায়গা এখন আর নিরাপদ নেই। তিনি বলেন,  গাজার বাসিন্দাদের যুদ্ধ থেকে রক্ষার জন্য সংস্থাটি খুব কমই কাজ করতে পারছে।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র পরিচালক থমাস হোয়াইট বলেন, যুদ্ধ থেকে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য জাতিসংঘ কিছু করতে পারেনি। তিনি বলেন, এটা খুব স্পষ্ট করে বলা যায়, গাজায় এই মুহূর্তে নিরাপদ কোনো জায়গা নেই। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় রোগী, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স ও অন্যান্য সুবিধায় নিয়োজিতদের সর্বদা সুরক্ষা দিতে হবে। 
ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের পঞ্চম সপ্তাহ চলছে। হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।  

তেল আবিবে শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে গাজায় সহায়তা পাঠানোর জন্য হামলা বন্ধে সম্মত হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আহ্বানে নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত সব জিম্মি মুক্ত না হবে ততক্ষণ এ ধরনের কোনো চুক্তি করা যাবে না।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফার বাইরে বিস্ফোরণের ঘটনায় তিনি পুরোপুরি হতবাক হয়ে গেছেন।

আরও পড়ুন