নির্যাতিতদের কাছে ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
নিজের ও সাবেক সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে ক্ষমা চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৫:১৪ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ১৫:১৫
কানায় কানায় পূর্ণ নিউজিল্যান্ডের পার্লামেন্ট। গ্যালারিতে বসেছিলেন অসংখ্য সাধারণ মানুষ যাদের অনেকেই দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন, আশ্রয়হীন হয়ে অথবা মানসিক সহায়তার প্রয়োজনে রাষ্ট্র বা চার্চের কাছে সাহায্য চাইতে গিয়ে তারা হেনস্থার শিকার হয়েছেন। তাদের ওপর অত্যাচার করা হয়েছে। নিউজিল্যান্ডের সরকার এই অভিযোগ নিয়ে একটি কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এসেছে।
Today I stood before survivors of abuse in care as the representative of not only this Government, but all of the governments that have gone before us to offer a formal and unreserved apology for the abuse suffered while in state care, churches and other faith-based places.
— Christopher Luxon (@chrisluxonmp) November 11, 2024
It… pic.twitter.com/Xz6bKVeOrE
বলা হয়েছে, প্রতি তিনজনের মধ্যে একজন অত্যাচার বা হেনস্থার শিকার হয়েছেন। এরপরেই পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন নিজের এবং সাবেক সরকারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। পার্লামেন্টে মঙ্গলবার তিনি বলেন, কমিশনের এই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর কখনও না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। খবর-ডয়চে ভেলে
যারা অত্যাচার ও হেনস্তার অভিযোগ করেছিলেন তাদের অধিকাংশই নিউজিল্যান্ডের জনজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ১৯৫০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিষয়টি নিয়ে তদন্ত করেছে কমিশন। এতে বলা হয়েছে, অন্তত ৬ লাখ ৫০ হাজার মানুষ অত্যাচার ও হেনস্থার শিকার হয়েছেন। এর মধ্যে প্রচুর শিশু আছে। মানসিকভাবে, শারীরিকভাবে তাদের ওপর অত্যাচার হয়েছে। বহু শিশু সরাসরি যৌন নির্যাতনের শিকার হয়েছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, সরকারি ও চার্চের প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটার ফলে তারা সরাসরি অভিযোগ জানাতেও পারেনি সব সময়।
কমিশনের রিপোর্টে বলা হয়েছে, বহু শিশুকে সম্পূর্ণ অকারণে তাদের মায়েদের থেকে আলাদা করে দেওয়া হয়েছে জোর করে। শিশুদের অন্য লোকের কাছে দত্তক হিসেবে পাঠানো হয়েছে। শিশু এবং নারীদের উপর যৌন নির্যাতনের পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। মূলত বর্ণবাদের কারণেই এই অত্যাচার চালানো হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের মাওরি জনজাতির মানুষ।