ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নাসিবের দাবি

তামাক আইনের প্রস্তাবিত ৭ খসড়া অযৌক্তিক

তামাক আইনের প্রস্তাবিত ৭ খসড়া অযৌক্তিক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে প্রস্তাবিত সাতটি খসড়া অযৌক্তিক বলে দাবি করেছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব)। গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির চুয়াডাঙ্গা শাখার সহসভাপতি কামরুজ্জামান কাঞ্চন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্স, ধূমপান এলাকা বিলুপ্তি, খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ, পাবলিক প্লেসের সংজ্ঞায় চায়ের দোকান অন্তর্ভুক্তি, বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ, ফেরি করে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ এবং সার্বিকভাবে জরিমানার পরিমাণ বাড়ানোসহ তামাক আইন সংশোধনে আরও কয়েকটি প্রস্তাবের খসড়া সম্প্রতি তৈরি করেছে সরকার। যা ব্যবসায়ীদের জন্য হুমকিস্বরূপ। তিনি বলেন, এই খসড়া প্রণয়ন হলে ১৫ লাখ প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা বেকার হবে। অবৈধ পণ্যে বাজার সয়লাব হওয়ার পাশাপাশি সরকার হারাবে রাজস্ব। এ পরিপ্রেক্ষিতে প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে নতুন এ আইন প্রণয়ন না করার দাবি জানান তিনি।

এর আগে নরসিংদী, খুলনা, রাঙামাটি, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রংপুর ও কিশোরগঞ্জে সংগঠনটির নেতারা আলাদা সংবাদ সম্মেলন করে একই দাবি জানান।

whatsapp follow image

আরও পড়ুন

×