ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের তাগিদ

তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধনের তাগিদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ১৩:১৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ১৩:১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে খসড়া আইন তাড়াতাড়ি পাস করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় এসব মতামত তুলে ধরেন বক্তারা।

ক্যাম্পেইন ফর টোব্যাকো-ফ্রি কিডসের (সিটিএফকে) সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা এ সভার আয়োজন করে।

সভার প্রধান অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে খসড়াটি চূড়ান্ত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিটিএফকে বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান বলেন, তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের কোনো বিকল্প নেই।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক অরূপরতন চৌধুরী, সৈয়দ মাহফুজুল হক ও মর্তুজা হায়দার।

whatsapp follow image

আরও পড়ুন

×