ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পশুবাহী যান নিয়ে টানাহেঁচড়া ও চাঁদাবাজি: ৯৯৯–এ ২৮২ অভিযোগ

পশুবাহী যান নিয়ে টানাহেঁচড়া ও চাঁদাবাজি: ৯৯৯–এ ২৮২ অভিযোগ

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৭:০০ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ১৭:০০

পশুবাহী যান জোরপূর্বক হাটে নিয়ে যাওয়া বা অন্য হাটে যেতে বাধা দেওয়া, সড়ক ও নৌপথে পশুবাহী যানে চাঁদাবাজিসহ জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এ সংক্রান্ত ২৮২টি অভিযোগ এসেছে। গত ২০ থেকে ২৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব অভিযোগ আসে। এর মধ্যে ঢাকা থেকেই এসেছে সবচেয়ে বেশি।

৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কোরবানির পশু পরিবহনে সমস্যা বা চাঁদাবাজি ছাড়াও জাল টাকা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার অভিযোগও রয়েছে। সব ক্ষেত্রেই কলারকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।

এর আগে মহাসড়কে পশুবাহী যানবাহন না থামাতে এবং জোর করে ভিন্ন গন্তব্যে নেওয়ার ঘটনা ঠেকাতে পুলিশকে নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ধরনের ঘটনা এবার অনেকটা কমে এলেও বিভিন্ন স্থান থেকে কিছু অভিযোগ পাওয়া যায়।

আরও পড়ুন

×