পশুবাহী যান নিয়ে টানাহেঁচড়া ও চাঁদাবাজি: ৯৯৯–এ ২৮২ অভিযোগ

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৭:০০ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ১৭:০০
৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোরবানির পশু পরিবহনে সমস্যা বা চাঁদাবাজি ছাড়াও জাল টাকা, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার অভিযোগও রয়েছে। সব ক্ষেত্রেই কলারকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে।
এর আগে মহাসড়কে পশুবাহী যানবাহন না থামাতে এবং জোর করে ভিন্ন গন্তব্যে নেওয়ার ঘটনা ঠেকাতে পুলিশকে নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ধরনের ঘটনা এবার অনেকটা কমে এলেও বিভিন্ন স্থান থেকে কিছু অভিযোগ পাওয়া যায়।
- বিষয় :
- পশুবাহী যান
- চাঁদাবাজি
- জাতীয় জরুরি সেবা
- ৯৯৯