ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানাল ইইউ

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানাল ইইউ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০ | ০৯:০১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্রের এক বিবৃতিতে স্বাগত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত দুই বছরে বন্দি জীবনে থাকার কারণে খালেদা জিয়া স্বাস্থ্য অনেক ভেঙে পড়েছে। আমরা আশা করি, খালেদা জিয়া এখন প্রয়োজনীয় মেডিক্যাল চিকিৎসা পাবেন।

বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকারের প্রসার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য ইইউ তার সমর্থন পুরর্ব্যক্ত করছে। বাংলাদেশ এখন করোনাভাইরাস চ্যালেঞ্জ মোকাবিলা করছে।  ইউরোপিয়ান ইউনিয়ন এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য তৈরি।

শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য সাজা স্থগিত করায় গত ২৫ মার্চ বিকালে কারাগার থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কারাগার থেকে নিজ বাসায় ফেরার পর থেকে কোয়ারেন্টাইনে আছেন তিনি। কারও সঙ্গে দেখা পর্যন্ত করছেন না তিনি। শুধু তার ব্যক্তিগত সেবিকা শাকিলা ও গৃহকর্মী ফাতেমা বেগম তার পরিচর্যা করছেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কর্মরত এক কর্মকর্তা সমকালকে জানান, দীর্ঘ সময় ধরে কারাগারে থাকায় খালেদা জিয়া অনেক অসুস্থ। তবে পরিবার-পরিজনের সান্নিধ্য আর মুক্ত বাতাসে আসার পর তিনি স্বস্তিতে আছেন। মানসিকভাবে তিনি অনেকটা ভালো আছেন। তিনি বলেন, খালেদা জিয়া তার রুম থেকে কখনও নিচে নামছেন না কিংবা কেউ দ্বিতীয় তলায় উঠছেন না। পরিচর্যা আর সেবার জন্য সেবিকা ও গৃহকর্মী তার কাছাকাছিই থাকছেন। তারাও কেউ নিচে নামেন না। খালেদা জিয়ার ডায়াবেটিস পরীক্ষার জন্য প্রতিদিন রক্ত পরীক্ষা করানো হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে পৃথকভাবে খালেদা জিয়ার ভাবি কানিজ ফাতেমা, ভাগ্নে ডা. মামুন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনসহ তিন চিকিৎসক শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসভবনে যান।

আরও পড়ুন

×