চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি: বাসস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৫:২৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ১০:২৬
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪ ) হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। খবর বাসসের
বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা নিবেন। আগামী ৩০ অক্টোবর রাষ্ট্রপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
- বিষয় :
- রাষ্ট্রপতি
- উন্নত চিকিৎসা
- মোঃ সাহাবুদ্দিন