ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

অর্থনীতির আকার ও সক্ষমতা বহুগুণ বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

অর্থনীতির আকার ও সক্ষমতা বহুগুণ বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৮:৪১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৮:৪১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকারের আমলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে। অর্থনীতির আকার ও সক্ষমতা বহুগুণ বেড়েছে। পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশে সর্বোচ্চসংখ্যক পরিবেশবান্ধব পোশাক কারখানা রয়েছে। 

সোমবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য (২০১৯-২০২৩)’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে রিটার্ন অন ইনভেস্টমেন্ট (বিনিয়োগের মুনাফা) বেশি। প্রায় প্রতিটি আর্থসামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশীদের তুলনায় এগিয়ে আছে। তিনি আরও বলেন, বিদেশে বাংলাদেশের প্রতিটি মিশনে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের মিডিয়া, থিঙ্কট্যাঙ্ক ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে আমাদের অভাবনীয় অর্থনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরা হচ্ছে। 

স্বাগত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, কভিড-১৯ অতিমারী মোকাবিলায় বাংলাদেশ অসামান্য কূটনৈতিক সাফল্যের নজির রেখেছে। সবার জন্য প্রয়োজনীয়সংখ্যক টিকার ব্যবস্থা করা অনেক চ্যালেঞ্জিং কাজ ছিল।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতিকে উপজীব্য করে বহির্বিশ্বে দেশের অবস্থানকে সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ এ  আরাফাত, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ এবং কলামিস্ট সুভাষ সিংহ রায়।

আরও পড়ুন

×