ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

আরও ২ সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না ২ আইনজীবী

আরও ২ সপ্তাহ মামলা পরিচালনা করতে পারবেন না ২ আইনজীবী

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:১৩ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:১৩

প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের কর্মসূচি সংক্রান্ত চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগের বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য রেখেছেন আপিল বিভাগ। এসময়ে তারা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না। দুই আইনজীবী হলেন– সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে ওই দুই আইনজীবীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে আদালত অবমাননার অভিযোগ দুই আইনজীবীর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি আদালত। এরপর তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য সময় আবেদন করেন। পরে আদালত পরবর্তী আদেশের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন রাখেন। একইসঙ্গে আগে দেওয়া মামলা পরিচালনা না করতে তাদের ওপর ইতোপূর্বে দেওয়া আদেশ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করেন আদালত।

আরও পড়ুন

×