ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরের সাবেক পৌর মেয়র মেথু কারাগারে

দুই হাজার কোটি টাকা পাচার

ফরিদপুরের সাবেক পৌর মেয়র মেথু কারাগারে

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ২২:০৩

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের সাবেক পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মেথু। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার অপর আসামি ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. নাছির ও শামসুল আলম চৌধুরী গত ৭ মে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত শামসুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান এবং অমিতাভ ও নাছিরকে জামিন দেন।

২২ এপ্রিল এ মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তাঁর ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। তখন রুবেল-বরকতের স্ত্রীসহ পলাতক ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আগামী ৩০ মে গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন আদালত।

আরও পড়ুন

×