ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান

বঙ্গভবনে ঢুকতে পারলেন না মা‌হি বি চৌধুরী

বঙ্গভবনে ঢুকতে পারলেন না মা‌হি বি চৌধুরী

গা‌ড়িতে থাকা মা‌হিকে দেখে বঙ্গভবনের সামনে ভিড় করা উৎসুক জনতা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে থাকে।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ | ২২:০৪

অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান যোগ দি‌তে বঙ্গবভ‌নে প্রবেশ ক‌রতে পা‌রে‌ননি বিকল্পধারা বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মা‌হি বি. চৌধুরী। বুধবার রাত পৌনে ৯টার দিকে বঙ্গবভ‌নের প্রধান ফট‌কে তাকে আটকে দেন উপস্থিত জনতা। এ সময় তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ ধ্বনিতে তিরস্কার করেন তারা।

এর আগে রাত ৮টা ২৮ মিনিটে শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূসের গা‌ড়িবহর প্রবেশের পর বঙ্গভবনের পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয়।

ড. ইউনূসের গা‌ড়িবহর বঙ্গবভ‌নে প্রবে‌শের প্রায় ১৫ মি‌নিট পর শপথ অনুষ্ঠা‌নে যোগ দিতে আসেন মা‌হি চৌধুরী। গা‌ড়িতে থাকা মা‌হিকে দেখে বঙ্গভবনের সামনে ভিড় করা উৎসুক জনতা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দিতে থাকে। এক পর্যায়ে তার গা‌ড়ি ঘিরে ফেলে তারা। সেনা সদস্যরা মা‌হিকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত জনতার প্রতিরোধে আর তা সম্ভব হয়‌নি। পরে গা‌ড়ি নিয়ে বঙ্গবভ‌ন এলাকা ছেড়ে যান তি‌নি।

আরও পড়ুন

×