ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

ফারজানা লালারুখ। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:১৭ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:২৪

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ।  

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা। উপসচিব ফরিদা ইয়াসমিন এতে সই করেছেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। 

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে।

whatsapp follow image

আরও পড়ুন

×