ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

সায়মা ওয়াজেদসহ সূচনা ফাউন্ডেশনের পাঁচ ট্রাস্টির অ্যাকাউন্ট ফ্রিজ

সায়মা ওয়াজেদসহ সূচনা ফাউন্ডেশনের পাঁচ ট্রাস্টির অ্যাকাউন্ট ফ্রিজ

সায়মা ওয়াজেদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ২১:২৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ২১:৫৩

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সূচনা ফাউন্ডেশনের ট্রাস্টি সায়মা ওয়াজেদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে চার ট্রাস্টি ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী, নাজমুল হাসানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

এসব অ্যাকাউন্টের লেনদেন ৩০ দিন ফ্রিজ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলে আজ রোববার সব ব্যাংকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এ পাঁচ অ্যাকাউন্টের পাশাপাশি সূচনা ফাউন্ডেশনের সব হিসাবের তথ্যও চাওয়া হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) সংশ্লিষ্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

সাংবাদিকসহ ১১ জনের হিসাবের তথ্য তলব

এদিকে সম্প্রতি ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকের হিসাব ফ্রিজ করেছে বিএফআইইউ। তালিকায় সাবেক মন্ত্রী, এমপি, পুলিশের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকে রয়েছেন। বিএফআইইউ ছাড়াও দুদক, এনবিআরসহ বিভিন্ন সংস্থা বিগত সরকারের প্রভাবশালীদের অনিয়ম-দুর্নীতি নিয়ে কাজ করছে। 

আরও পড়ুন

×