ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সুবর্ণা মুস্তাফাকে

সুবর্ণা মুস্তাফা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ১৯:০৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ | ১৯:০৯

সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ।

 শনিবার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক সদস্য সূত্র জানান, একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।

ওই সূত্র জানিয়েছে, সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম বিমানবন্দরে পৌঁছানোর পর চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এর পর তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন। বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

অভিনেত্রী সুবর্ণা মুস্তফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি।


 

whatsapp follow image

আরও পড়ুন

×