হানিফ ফ্লাইওভার
মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ মাসেই স্বামীকে হারালেন রুপা

ফাইল ছবি
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৬:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৬:৫০
রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী রুপা আক্তার (২৬)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত এপ্রিল মাসে তাদের বিয়ে হয়। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাখাওয়াতকে রাত ১১টা দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শাখাওয়াত চাঁদপুরের কচুয়া উপজেলার আবু ইউসুফের ছেলে।
জানা যায়, রাজধানীর ধানমন্ডি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়াটার বাসায় ফিরছেন শাখাওয়াত। পথে হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার শিকার হন তারা। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এখন কাউকে আটক করা সম্ভব হয়নি।