- রাজধানী
- শাহজাহানপুরে 'চুরি' করতে গিয়ে ভবন থেকে পড়ে নিহত
শাহজাহানপুরে 'চুরি' করতে গিয়ে ভবন থেকে পড়ে নিহত

রাজধানীর শাহজাহানপুরের মোমেনবাগ এলাকায় ভবন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। পরনে ছিল লুঙি। পুলিশের ধারণা, চুরি করতে ওঠার পর পালাতে গিয়ে ভবন থেকে পড়ে যান ওই ব্যক্তি।
শাহজাহানপুর থানার ওসি শহিদুল হক বলেন, বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মোমেনবাগের দোলনচাঁপা নামের একটি ভবনে উঠেছিলেন ওই ব্যক্তি। ভবনের নিরাপত্তাকর্মী চোর সন্দেহে তাকে আটকের চেষ্টা চালান। তখন নিচে পড়ে তার মৃত্যু হয়। গত দুইদিনে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
পুলিশ জানায়, চারতলার বারান্দা থেকে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন নিহত ব্যক্তি। এ কারণেই তাকে চোর বলে সন্দেহ করেন স্থানীয়রা। মৃতের বেশভূষা দেখে তাকে মাদকাসক্ত বলে মনে হয়েছে। তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।