ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

বিডিএসএফের নতুন সভাপতি তাসনীম আহমেদ, সম্পাদক মাহমুদুল হাসান

বিডিএসএফের নতুন সভাপতি তাসনীম আহমেদ, সম্পাদক মাহমুদুল হাসান

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫ | ১৬:০২

বাংলাদেশ স্টাডি ফোরামের (বিডিএসএফ) নির্বাহী পর্ষদের নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী তাসনীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের ঢাকা ক্লাবে বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনাসভা শেষে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএসএফ উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট জাহাংগীর আলম চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা সাবিদিন ইব্রাহিম, সাইমুম রেজা তালুকদার পিয়াস, আলাউদ্দীন মোহাম্মদ ও স্থায়ী পরিষদের আবু বকর সিদ্দিক, আরিফ রহমান, কাইয়ুম আহমেদ, ইব্রাহিম হোসেন প্রমুখ।

বিডিএসএফের স্থায়ী পর্ষদ (স্ট্যান্ডিং কমিটি) ও উপদেষ্টা পরিষদ (অ্যাডভাইজরি কাউন্সিল) ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন নির্বাহী পর্ষদ (এক্সিকিউটিভ কমিটি) অনুমোদন করে। এতে সহ-সভাপতি হয়েছেন সাফকাত আলম আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সেঁজুতি, মুখপাত্র সুস্মিতা হোসেন স্বর্ণালী, কোষাধ্যক্ষ সাদিয়া ইসলাম তৃষা, কর্মসূচি সম্পাদক ইয়াসিন আরাফাত, অনুষ্ঠান সম্পাদক মাহমুদ হাবিব। সাইখন হাসান ও বাপ্পী আহমেদ অর্গানাইজেশনাল সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য বিডিএসএফের নির্বাহী পর্ষদের এ কমিটি অনুমোদন করা হলো। প্রয়োজন সাপেক্ষে ছয় মাস পর রদবদল করা হতে পারে।

আরও পড়ুন

×