ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বিডায় বিনিয়োগ নিবন্ধন কমেছে ৩৩ শতাংশ

বিডায় বিনিয়োগ নিবন্ধন কমেছে ৩৩ শতাংশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৫:২৩

চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৬৮ শতাংশ কম বিনিয়োগ নিবন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্থাটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই–সেপ্টেম্বর তিন মাসে বিডায় ২২৭টি শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মাধ্যে ২০৩টি স্থানীয়, ১২টি শতভাগ বিদেশি এবং ১২টি যৌথ মালিকানার প্রতিষ্ঠান রয়েছে। নিবন্ধিত এসব প্রতিষ্ঠানে প্রস্তাবিত মোট বিনিয়োগর পরিমাণ ২০ হাজার ৯৬৩ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় ১০ হাজার ৮৭৯ কোটি টাকা এবং বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০ হাজার ৯৩ কোটি টাকা।

তবে গত ২০২২–২৩ অর্থবছরের প্রথম তিন মাসে বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ ছিল ৩১ হাজার ৬১০ কোটি টাকা। সে হিসেব গত তিন মাসে বিনিয়োগের প্রস্তাব কমেছে ১০ হাজার ৬৪৮ কোটি টাকা বা ৩৩ দশমিক ৬৮ শতাংশ।

সার্বিকভাবে বিনিয়োগ প্রস্তাব কমলেও গত তিন মাসে বৈদেশিক বিনিয়োগে সেবা খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এখাতে কি পরিমাণ প্রস্তাব এসেছে তা জানানো হয়নি। এছাড়া পর্যায়ক্রমিকভাবে রাসায়নিক শিল্প খাত, খদ্য এবং এ সংক্রান্ত শিল্প খাত, প্রকৌশল শিল্প খাত এবং বস্ত্র শিল্প খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। তিন মাসে নিবন্ধিত ২২৭টি শিল্প প্রতিষ্ঠানে ৫৭ হাজার ৯৩৭টি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করছে বিডা।

আরও পড়ুন

×