মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপের নির্দেশনা অর্থ উপদেষ্টার
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৩:৩৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ | ১৩:৫৬
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি ঘোড়ার লাগাম টানার মতো নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যৌক্তিক সময় লাগবে।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ান হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি প্রক্রিয়ার মাধ্যমে করা হবে।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলনে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে বাকিটা দিয়ে আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।
ব্যাংক একীভূত প্রসঙ্গে গভর্নর বলেন, এটি দেখে শুনে ব্যবস্থা নেওয়া হবে।