ছাত্রাবাসে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রুয়েট শিক্ষার্থী মেহেদী হাসান।
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১১:০৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ | ১২:৪৮
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেদী হাসান নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের ওই শিক্ষার্থীর নিজ কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।
এই বিষয়ে রুয়েট শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, মুহিব ভাই আমার স্কুলের বড় ভাই। উনি আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ। কিন্তু কেন আত্মহত্যা করলো আমরা জানি না। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে দেখি ভাইয়ের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে।
এবেলা ছাত্রাবাসের ম্যানেজার আবু তাহের বলেন, ওই শিক্ষার্থী আমাদের ছাত্রাবাসের নবম তলায় থাকতেন। পরিবার থেকে তাকে ফোন করে পাওয়া না গেলে, একই ফ্লোরের অন্য এক শিক্ষার্থীকে খোঁজ নিতে বলেন। তখন অন্য শিক্ষার্থীরা তার কক্ষের জানালা দিয়ে প্রথমে তার লাশ দেখতে পায়। এরপর শিক্ষার্থীরা আমাকে খবর দেয়। আমি পুলিশ প্রশাসনকে খবর দেই।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, ঘটনা জানার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- রুয়েট
- ঝুলন্ত লাশ উদ্ধার